হিরোশিমায় ইরান-জাপান লাভ অ্যান্ড পিস ফিল্ম ফেস্টিভাল
পোস্ট হয়েছে: আগস্ট ১৭, ২০২৩

ইরান-জাপান লাভ অ্যান্ড পিস ফিল্ম ফেস্টিভালের দশম পর্ব অনুষ্ঠিত হয়ে গেল হিরোশিমায়। তেহরান পিস মিউজিয়ামের বেশ কয়েকজন ইরানি যুদ্ধ প্রবীণ এবং শিল্পীদের উপস্থিতিতে এই উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসব চলাকালে টোকিও ও হিরোশিমায় মেহেদি জাফারির ‘ইয়াদু’, মোহাম্মদ হোসেন মাহদাভিয়ানের ‘ওয়ালনাট ট্রি’, হাদি হেজাজিফারের ‘দ্য সিচুয়েশন অফ মেহেদি’ এবং হাবিব আহমেদজাদেহের ‘দ্য মিরাকল অফ বোনাসান’ দেখানো হয়।
‘ইয়াদু’ হল ইরানের উপর ইরাকের চাপিয়ে দেওয়া যুদ্ধের প্রথম মাস। যুদ্ধের এই সময়ে খুজেস্তানের বিভিন্ন শহরের পরিবারগুলি বাড়িঘর এবং তাদের সব সম্পদ ছেড়ে অন্য শহরে আশ্রয় নিতে বাধ্য হয় জীবন বাঁচাতে। সূত্র: তেহরান টাইমস।