হিমোডায়ালাইসিস মেশিন উৎপাদনে বিশ্বে ৫ম ইরান
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৬, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/01/2689183.jpg)
রোগীর কিডনির হিমোডায়ালাইসিস করার মেশিনের নকশা ও উৎপাদনের প্রযুক্তি আবিষ্কার করতে সক্ষম হয়েছেন ইরানের বিজ্ঞানীরা। বর্তমানে বিশ্বে এসব মেশিন উৎপাদনে পঞ্চম অবস্থানে রয়েছে ইরান। সালাম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এই তথ্য জানিয়েছেন।
ইরানের একজন কর্মকর্তা জানান, নতুন এই প্রযুক্তি আবিষ্কার করা দেশগুলোর মধ্যে জার্মানি, সুইডেন, ইতালি ও জাপানের পরেই পঞ্চম স্থানে রয়েছে ইরান। তিনি বলেন, বর্তমানে আমাদের দেশীয় জ্ঞানের ওপর নির্ভর করে ইরানি হাসপাতাল ও মেডিকেল সেন্টারগুলোতে ডায়ালাইসিস প্রক্রিয়ার সকল ধাপ পরিচালনা করা যাবে।
তিনি ইরানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ডায়ালাইসিস মেশিনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ইতোমধ্যে পশ্চিম ইরানের হাসপাতালগুলোতে এসব মেশিন পাঠানো হয়েছে।
ইরানি এই কর্মকর্তা আরও জানান, ইরানি এই ডায়ালাইসিস মেশিনটির মূল্য বিদেশি মেশিনের চেয়ে অন্তত ২০ শতাংশ কম। বিদেশি ডায়ালাইসিস মেশিনের চেয়ে এই মেশিনটির মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক কম বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ।