মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

হিজাব পরে ১০ কি.মি সাঁতার কেটে বিশ্ব রেকর্ড গড়লেন ইরানি নারী

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৯, ২০২০ 

news-image

ওমান সাগরে হিজাব পরে দীর্ঘ ১০ কিলোমিটার সাঁতার কেটে নতুন গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন ইরানি নারী সাঁতারু এলহাম সাদাত আসগারি। তিনি এক হাতে টানা চার ঘণ্টা ৫৯ মিনিট সাঁতার কেটে গিনেস বুকে নাম তোলেন।

আসগারি এর আগে ২০১৯ সালে কাসপিয়ান সাগর ও তেহরানের একটি স্যুইমিং পুলে ৫ হাজার ৪৮৮ মিটার সাঁতার কেটে গিনেস বিশ্ব রেকর্ড করেন।
হাতকড়া পরা অবস্থায় সবচেয়ে দ্রুততম সময়ে তিনি সাঁতার কাটতে সক্ষম হন।

২০১৭ সালে ৩৭ বছর বয়সী এই ইরানি নারী ক্রীড়াবিদ হাতকড়া অবস্থায় বিরতিহীন ভাবে টানা তিন ঘণ্টার অধিক সময় সাঁতার কাটার চ্যালেঞ্জ সম্পন্ন করেন। রাজধানী তেহরানের ১০৫০ কিলোমিটার দক্ষিণে বুশেহর বন্দর নগরীর পারস্য উপসাগরীয় উপকূলে এই সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন।  সূত্র: তেহরান টাইমস।