হিউস্টন ক্রীড়া চলচ্চিত্র উৎসবে ইরানের ‘অ্যা ইয়েলো ন্যারেটিভ’
পোস্ট হয়েছে: মে ২৪, ২০২১

আমেরিকার হিউস্টন আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইরানি ছবি ‘অ্যা ইয়েলো ন্যারেটিভ’। ছবিটিতে কিছু তরুণ ইরানির গল্প তুলে ধরা হয়েছে, যারা জাার্মনির বোরুসিয়া দোর্তমুন্দ ফু্টবল টিমের ভক্ত। সিনেমায় তাদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা যাবে।
আমেরিকার হিউস্টন আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসবের এবারের প্রথম আসরে দেখানো হবে ‘অ্যা ইয়েলো ন্যারেটিভ’। সূত্র: মেহর নিউজ এজেন্সি।