শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

হায়গর স্ট্রেইট, ইরানের গ্রান্ড ক্যানিয়ন  

পোস্ট হয়েছে: জুলাই ২৮, ২০২১ 

news-image

ইরানের ফার্স প্রদেশের ফিরুজাবাদ শহরে হায়গর স্ট্রেইট পর্যটকদের অন্যতম আকর্ষণীয় এলাকা।এখানকার পানি প্রবাহ ও পাখির ডাক একসঙ্গে আকর্ষণীয় এক কলতানের সৃষ্টি করে। প্রকৃতির এই সৌন্দর্য খুব সহজেই পর্যটকদের কাছে টানে। যুক্তরাষ্ট্রের গ্রান্ড ক্যানিয়নের সঙ্গে ইরানের ফার্স প্রদেশের হায়গর স্ট্রেইটের যথেষ্ট মিল রয়েছে।

উপত্যকা ও সৌন্দর্য দেখতে যুক্তরাষ্ট্রের গ্রান্ড ক্যানিয়নে যেমন বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক যায় তেমনি হায়গর স্ট্রেইটে এসে পর্যটকরা একই সাদৃশ্য খুঁজে পায়। হায়গর স্ট্রেইটের অবস্থান ফিরুজাবাদ থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে এবং উপত্যকার গভীরতা সাড়ে চারশ মিটার। গ্রীষ্মকালে বিনোদনের জন্যে এটি এক উপযুক্ত স্থান। চারপাশে সবুজ নয়নাভিরাম দৃশ্য দেখতে পাওয়া যায়। সম্প্রতি হায়গর স্ট্রেইটে বাঁধটি চালু হয়েছে ফলে এখানে পর্যটকদের আকর্ষণ আরো বেড়েছে। বন্যা নিয়ন্ত্রণ ও পানির স্রোতধারা দেখে পর্যটকরা সহজেই পুলকিত হয়ে পড়েন। ইরান প্রেস।