হাসান রুহানির সাফল্য কামনা করলেন ইব্রাহিম রায়িসি
পোস্ট হয়েছে: মে ২১, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/05/4bmx6aaf4301ffqtco_800C450.jpg)
ইরানে শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে হাসান রুহানি দেশের ১২তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন রুহানির নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি দ্বিতীয়বারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট রুহানির সাফল্যও কামনা করেছেন।
শনিবার বিকেলে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষিত হওয়ার পর রায়িসি এক বিবৃতিতে রুহানিকে এ অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী চার বছর দায়িত্ব পালনকালে প্রেসিডেন্ট রুহানি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশের জনগণের অর্থনৈতিক উন্নয়নকে অগ্রাধিকার দেবেন।
ইব্রাহিম রায়িসি তার বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে জনগণের বিপুল ভোটে অংশগ্রহণের ফলে ইসলামি শাসনব্যবস্থার ভিত আরো মজবুত হয়েছে।বিশ্ববাসী অবাক দৃষ্টিতে ইরানের ভোটের লাইনগুলোর দিকে তাকিয়ে ছিল বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে এই নির্বাচনের অপর দুই প্রার্থী সাইয়্যেদ মোস্তফা হাশেমি তাবা এবং সাইয়্যেদ মোস্তফা মিরসালিম আলাদা আলাদা বার্তায় প্রেসিডেন্ট হাসান রুহানিকে অভিনন্দন জানান।
শুক্রবার ইরানে ১২তম প্রেসিডেন্ট নির্বচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে দুই কোটি ৩০ লাখ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচত হয়েছেন হাসান রুহানি।সূত্র: পার্সটুডে।