মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

হালাল পর্যটনের কেন্দ্র হয়ে উঠছে ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ২৩, ২০১৬ 

news-image
মুসলিম পর্যটকদের জন্যে ইরান হালাল পর্যটনের কেন্দ্র হয়ে উঠছে। ইরানের কালচারাল হেরিটেজটুরিজ্যম অ্যান্ড হ্যান্ডিক্রাফট অর্গানাইজেশন প্রধান মাসোদ সোলতানফার একথা বলেছেন। তিনি বলেনইরান বিশেষ করে ধর্মীয় পর্যটনের ঠিকানা হয়ে উঠছে। কারণ, বিশ্বের মুসলমানরা নিরাপদ পর্যটন খুঁজছে এবং আমাদের ভবিষ্যত পরিকল্পনা হচ্ছে মুসলিম পর্যটনভিত্তিক শিল্প গড়ে তোলা। গত বৃহস্পতিবার মাশহাদ শহরে ওয়ার্ল্ড ক্রাফট সিটি অব জেমসস্টোনশীর্ষক এক অনুষ্ঠানে মাসোদ সোলতানফার এ কথা বলেন।
 Holy-City-Mashhad
এ বছর ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল এশিয়া প্যাসিফিক রিজিওন ইরানের মাশহাদ শহরকে ওয়ার্ল্ড ক্রাফট সিটি অব জেমস্টোন বা রত্নভাণ্ডারের শহর হিসেবে নির্বাচিত করেছে।
Flower-Show-at-ISM_707
 
সোলতানফার বলেনশুধু রত্নভাণ্ডার নয়মাশহাদ শহরে ইমাম রেজা (আ.)এর পবিত্র মাজার মুসলিম পর্যটকদের জন্যে বিশেষ পূন্যস্থান। ইরানের ললেজিন শহর গত বছর সিরামিক ও পটারি শিল্পের জন্যে ওয়ার্ল্ড ক্রাফট সিটি হিসেবে নির্বাচিত হয়েছিল। একই বছর সিটির পক্ষ থেকে ইস্ফাহান ও তাব্রিজ শহরকে কুটির শিল্প ও হাতে বুনোনো কার্পেটের জন্যে বিশ্ব শহর হিসেবে বিশেষ মর্যাদা দেয়া হয়।সূত্র: তেহরান টাইমস, রিয়াল ইরান
Chehel Sotoun Garden Isfahan باغ چهل ستون اصفهان
Chehel Sotoun Garden Isfahan باغ چهل ستون اصفهان