‘হারানো বেহেশত’ খ্যাত ইরানের প্রাকৃতিক নিদর্শন ‘কালরদাশ্ত’
পোস্ট হয়েছে: আগস্ট ২০, ২০১৭

ইরানের মাযান্দারন প্রদেশের একটি প্রাকৃতিক নিদর্শনের নাম ‘কালরদাশ্ত’। চলুস শহর থেকে ৪৫ কিলোমিটারের মতো দূরে প্রাকৃতিক এই অপূর্ব সৌন্দর্যটি বিরাজ করছে। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের কাছে এই কালরদাশ্ত ‘হারানো বেহেশত’ নামে বিখ্যাত।
এখানে হ্রদ, প্রাকৃতিক হিমাগার এবং সবুজ শ্যামল দৃশ্যাবলি রয়েছে। হ্রদের নাম ‘ভেলাশ্ত’। এটি অবস্থিত কালরদাশতের একটি গ্রামে।
হ্রদের আয়তন বিশ হেক্টরের মতো। ইরানের মিষ্টি পানির অন্তত দশটি হ্রদের মাঝে এটি অন্যতম। দৈর্ঘে এটি ৬৫০ মিটারের আর প্রস্থে ৩০০ মিটারের মতো।
হ্রদটির গভীরতা ত্রিশ মিটার। পানি বেশ স্বচ্ছ। মাছ শিকার আর নৌকায় বেড়ানোর উপযোগী হ্রদটি।
কালরদাশ্ত চমৎকার একটি এলাকা। আবহাওয়া খুবই সহনীয়। গ্রামটির একদিকে কাস্পিয়ান সাগর আর অপরদিকে এলমকূহ পর্বতচূড়ার পাথুরে উপত্যকা।
গ্রামটির চারদিকেই বাগান আর বাগান। বাগান ছাড়াও এখানে রয়েছে বেশ কটি নদী আর ঝর্ণা। সবমিলিয়ে কালরদাশ্ত এলাকাটি সমগ্র মধ্যপ্রাচ্যের মধ্যে নজিরবিহীন সুন্দর। -পার্সটুডে।