শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

হারবাল ওষুধ রপ্তানি থেকে ইরানের আয় ৪৫০ মিলিয়ন ডলার

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৭, ২০২০ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম নয় মাসে (২১ মার্চ থেকে ২০১৯ থেকে ২০ ডিসেম্বর) হারবাল ওষুধ রপ্তানি থেকে ইরানের আয় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। দেশটির কৃষি মন্ত্রণালয়ের হারবাল ওষুধের প্রকল্প ব্যবস্থাপক হোসেইন জেইনালি এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত দুই বছরে আগের চেয়ে ওষুধি গাছড়া থেকে উৎপাদিত দরকারি তেল ও পণ্য সাম্রগী রপ্তানি বেড়েছে ৩৭ শতাংশ। গত বছর দেশ জুড়ে ২০ হাজার হেক্টর জমিতে ওষুধি গাছ-গাছড়ার চাষ হয় বলে জানান তিনি।

জেইনালি বলেন, ইরানে ১ হাজার ৭২৮ প্রজাতির ওষুধি গাছ পাওয়া যায়।

মার্চ থেকে শুরু হয়ে প্রথম নয় মাসে ইরান ৫০ লাখ কেজি ওষুধি গাছড়া থেকে উৎপাদিত দরকারি তেল ও পণ্য সামগ্রী রপ্তানি করেছে। এই রপ্তানি থেকে দেশের আয় হয়েছে ৪৫০ মিলিয়ন ডলারের অধিক। এর মধ্যে জাফরান রপ্তানি থেকেই ইরানের ২শ মিলিয়ন ডলার আয় হয়েছে।’’ সূত্র: মেহর নিউজ এজেন্সি।