রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

হামেদান থেকে বছরে ৩৫ মিলিয়ন ডলারের হ্যান্ডিক্র্যাফ্ট রপ্তানি

পোস্ট হয়েছে: মে ২৬, ২০২০ 

news-image

গত ইরানি বছরে ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশ থেকে ৩ দশমিক ৭ মিলিয়ন টন হ্যান্ডিক্র্যাফ্ট রপ্তানি হয়েছে। যা থেকে দেশটির আয় হয়েছে ৩৫ মিলিয়ন ডলার। হামেদান সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন অফিসের উপপ্রধান হাশেম মাজাহেরি এই তথ্য জানিয়েছেন।

চলতি সপ্তাহে তিনি বলেন, গত বছর হামেদান প্রদেশ থেকে রপ্তানি হওয়া হস্তশিল্প পণ্যের মধ্যে ছিল ঐতিহ্যবাহী কাঁচপাত্র, সিরামিকস, কাঠের পণ্য, ভাস্কর্য এবং আসবাবপত্র।
 
ইরান গত বছরের প্রথম ১১ মাসে ৪২৭ মিলিয়ন ডলারের হ্যান্ডিক্র্যাফ্ট রপ্তানি করে। এরমধ্যে আনুষ্ঠানিকভাবে রপ্তানি হয়েছে ২৩৭ মিলিয়ন ডলারের পণ্য। যা আগের বছরের একই সময়ের তুলনায় মূল্যের দিক দিয়ে ১৩ দশমিক ৩ শতাংশ ও ওজনের দিক দিয়ে ৮ শতাংশ বেশি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।