মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

হামেদানে এক বছরে ৬০টি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ পুনরুদ্ধার

পোস্ট হয়েছে: মে ১৮, ২০২১ 

news-image

গত ফারসি বছর (২০ মার্চ ২০২০ থেকে ২১ মার্চ ২০২১) ইরানের পশ্চিম-কেন্দ্রীয় হামেদান প্রদেশজুড়ে ষাটের অধিক ঐতিহাসিক ভবন পুনরুদ্ধার করা হয়েছে। প্রাদেশিক পর্যটন প্রধান আলি মালমির রোববার এই তথ্য জানান।

তিনি জানান, পুনরুদ্ধার প্রকল্পগুলোতে মোট ২৯২ বিলিয়ন রিয়াল (৬ দশমিক ৯ মিলিয়ন ডলার) বরাদ্দ দেয়া হয়।

মির ফাতাহ ইয়াখচাল (ঐতিহ্যগত বরফের গুদামঘর), তাজ আবাদ কারাভানসারেই, কাবাবিয়ান পাবলিক বাথহাউস, ইকতেদারি ম্যানশন ও মারিয়াঞ্জ ব্রিজ স্মৃতিস্তম্ভগুলোর অন্যতম। সূত্র: তেহরান টাইমস।