বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

হামবোল্ট পুরস্কার জিতলেন ইরানি গবেষক

পোস্ট হয়েছে: মার্চ ৭, ২০২২ 

news-image

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হামবোল্ট রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ইরানের গবেষক ফারজানেহ মোমতাজি। বার্তা সংস্থা আইএসএনএ রবিবার এই খবর দিয়েছে।প্রতি বছর আলেকজান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন বিদেশ থেকে সবগুলো শাখার শীর্ষস্থানীয় গবেষকদের ১০০টি পর্যন্ত হামবোল্ট গবেষণা পুরস্কার দিয়ে থাকে। বিদেশি গবেষকদের অ্যাকাডেমিক রেকর্ডের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।পুরস্কার হিসেবে ৬০ হাজার ইউরো নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও পুরস্কার বিজয়ীদের বিশেষজ্ঞ সহকর্মীদের সহযোগিতায় জার্মানির একটি গবেষণা প্রতিষ্ঠানে তাদের পছন্দের একটি গবেষণা প্রকল্প পরিচালনা করার জন্য আমন্ত্রণ জানানো হয়। সূত্র: তেহরান টাইমস।