হাতে-বোনা গালিচার নকশায় সেজেছে কুর্দিস্তানের বিজর শহরের রাস্তা
পোস্ট হয়েছে: জুলাই ১২, ২০২১
ইরানের কুর্দিস্তান প্রদেশের বিজর শহরের একটি রাস্তা হাতে-বোনা গালিচার নকশায় সাজানো হয়েছে। শহরের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি এ অঞ্চলের ঐতিহ্যবাহী হাতে-বোনা গালিচাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতেই বিজর পৌরসভার পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়।কুর্দিস্তানের বিজর শহরসহ আশেপাশের অন্তত ৪০টি গ্রামে তৈরি হয় হাতে-বোনা গালিচা। অতীতে বিয়ের উপহার হিসেবে বোনা হতো এসব গালিচা।
উল্লেখ্য, চলতি ফারসি বছরের প্রথম দুই মাসে (২১ মার্চ থেকে ২১ মে) ইরানের হাতে-বোনা গালিচা রপ্তানি বেড়েছে ৮০ শতাংশ। বিশ্বের ৩৩টি দেশ ইরান থেকে হাতে-বোনা গালিচা আমদানি করে। এর মধ্যে উল্লিখিত সময়ে সর্বোচ্চ আমদানির দিক দিয়ে জাপান ও জার্মানি শীর্ষে রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি, ইরান প্রেস।