হাজি সোলাইমানি ও আবু মাহদি ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান
পোস্ট হয়েছে: আগস্ট ২৩, ২০২০

‘শহীদ হাজি কাসেম’ নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শহীদ আবু মাহদি আল মুহানদেস’ নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান। বৃহস্পতিবার সকালে দেশটির জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেসিডেন্ট ড. হাসান রুহানির উপস্থিতিতে নতুন এই সামরিক অর্জন উন্মোচন করা হয়।
প্রতিরক্ষা দিবসের অনুষ্ঠানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার আমির হাতামি বলেন, ‘শহীদ জেনারেল কাসেম সোলাইমানি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এক হাজার ৪০০ কিলোমিটার পাল্লার এবং ‘আবু মাহদি আল মুহানদেস’ ক্রুজ ক্ষেপণাস্ত্র হচ্ছে এক হাজার কিলোমিটার পাল্লার।
তিনি আরও বলেন, ইসলামি বিপ্লবের পর গত চার দশকে ইরান প্রতিরক্ষা শিল্পে এত বেশি অগ্রগতি সাধন করেছে যে অতীতের সঙ্গে কোনো ভাবেই তুলনাযোগ্য নয়।
আবু মাহদি ক্রুজ ক্ষেপণাস্ত্রটি সাগরে শত্রুর নৌযানসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দু’টি ক্ষেপণাস্ত্রই শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি।