রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

হাঙ্গেরি চলচ্চিত্র উৎসবে ইরানের পাঁচ ছবি

পোস্ট হয়েছে: এপ্রিল ২৮, ২০২১ 

news-image

হাঙ্গেরিতে মিডিয়াওয়েভ অন দ্যা রোড অনলাইন চলচ্চিত্র উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করছে ইরানরে পাঁচ ছবি। মঙ্গলবার কোমারোম শহরে শুরু হওয়া আন্তর্জাতিক এই উৎসবের বিভিন্ন বিভাগে ছবিগুলো অংশ নিয়েছে।

উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ইরানের আকবার রুহ পরিচালিত ‘টায়ার-লেভেল’ ও মোহাম্মাদ শেরভানির ‘আই উইল ওয়েট’ দেখানো হবে। উৎসব চলবে ৯ জুন পর্যন্ত।

এছাড়া অ্যানিমেশন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে ফ্রান্স ও ইরানের যৌথ প্রযোজনার ছবি ‘দ্যা মাউন্টেইন’  এবং ইরান ও সারবিয়ার যৌথ প্রযোজনার ছবি ‘জাস্ট ফর দ্যা রেকর্ড’।

অন্যদিকে, প্রামাণ্যচিত্র বিভাগে দেখানো হবে সোলেইমান রাহিমির ‘ডাস্টি ড্রিম’। সূত্র: তেহারন টাইমস।