হাঙ্গেরি ও অস্ট্রেলিয়ায় দেখানো হবে ‘কাল ফাতেমেহ’
পোস্ট হয়েছে: এপ্রিল ১২, ২০২৩

ইরানি ডকুমেন্টারি ফিল্ম ‘কাল ফাতেমেহ’ হাঙ্গেরি এবং অস্ট্রেলিয়ায় দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে।মেহেদি জামানপুর কিসারি পরিচালিত ইরানী তথ্যচিত্রটি হাঙ্গেরিতে ৩৩তম মিডিয়া ওয়েভ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং অস্ট্রেলিয়ায় ১৭তম সিডনি উইমেনস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে অংশ নেয়ার কথা রয়েছে।
মিডিয়া ওয়েভ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২৬-২৮ এপ্রিল হাঙ্গেরিতে অনুষ্ঠিত হবে এবং অস্ট্রেলিয়ায় ১ থেকে ৭ মে সিডনি ওমেনস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।
তথ্যচিত্র ‘কাল ফাতেমেহ’ একজন নারী নিয়ে তৈরি করা হয়েছে। তিনি তার দুই ছেলেকে নিয়ে গ্রাম থেকে দূরে নিজের খামারে থাকেন। তিনি একটি খামার চালান এবং জীবিকা নির্বাহের জন্য গবাদি পশু পালন করেন, অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেন। তিনি তার মেয়ের অবস্থার জন্য দুঃখিত। কারণ তার একটি অসুখী অতীত ছিল। সূত্র: মেহর নিউজ।