বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর বাড়লো ইরানের সূচক

পোস্ট হয়েছে: জুন ১২, ২০২৩ 

news-image

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন করেছে। আইআরজিসির আরোস্পেস ফোর্স এই ক্ষেপণাস্ত্র  তৈরি করেছে। এটির নাম দেওয়া হয়েছে ফাত্তাহ বা বিজয়ী।

ইরানের তৈরি এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে ১৪০০ কিলোমিটার বা ৮৭০ মাইল। এটি সব ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। এদিকে, ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের পরেই ইরানের মুদ্রা রিয়াল মার্কিন ডলারের বিপরীতে স্থিতিশীল হয়েছে। ফলে বিশেষজ্ঞরা বলছেন, ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্মোচন দেশের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে, বিনিয়োগকারীদের মাঝে আস্থা তৈরি করেছে।

তেহরান স্টক এক্সচেঞ্জের (টিএসই) প্রধান সূচক মঙ্গলবার প্রায় ০ দমমিক ৫ শতাংশ বেড়ে ২ দশমিক ২৮৯ মিলিয়ন পয়েন্টে অস্থান করে। সরকারি সংবাদ সংস্থা ইরনার একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুত ছুটতে পারে। এই গতি হচ্ছে ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের অন্যতম প্রধান ক্ষমতা। ফাত্তাহ ক্ষেপণাস্ত্রে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে। এটি বায়ুমন্ডলের ভেতরে ও বাইরে ম্যানুভার করতে পারে। সূত্র: মেহর নিউজ।