হাইড্রোলজিক সায়েন্স মেডেল জিতলো ইরানি গবেষক
পোস্ট হয়েছে: আগস্ট ১৩, ২০২০
২০২১ সালে হাইড্রোলজিক সায়েন্সেস মেডেল জিতেছে একজন ইরানি গবেষক। হাইড্রোমিটিওরোলজির ক্ষেত্রে প্রভাব ফেলাতে উদ্ভাবনী ও যুগান্তকারী কর্মের জন্য তিনি এই পদক লাভ করেন।
পদকজয়ী ইরানি গবেষক হলেন সোরুশ সোরুশিয়ান। আমেরিকান মেটিরিওলজিকাল সোসাইটি এই পদকটি প্রদান করে থাকে। ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের মধ্যকার মিথষ্ক্রিয়া সহ হাইড্রোলজি, হাইড্রোমিটিওরোলজি এবং হাইড্রো ক্লাইমেটোলজিতে বৈজ্ঞানিক জ্ঞানে অসামান্য অবদান রাখা গবেষকদের হাইড্রোলজিক সায়েন্সেস মেডেল দেয়া হয়।
সোরুশিয়ান কেরমান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আমেরিকান অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিং এর একজন সদস্য। তিনি স্যামুয়েল স্কুল অব আর্ট ইঞ্জিনিয়ারিং এর সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনভাইরোনমেন্ট এর বিশিষ্ট অধ্যাপিক ও একই স্কুলের সেন্টার ফর হাইড্রোমিটিওরোলজি অ্যান্ড রিমোট সেন্সিং, সিভিল ও এনভাইরোনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক। সূত্র: মেহর নিউজ এজেন্সি।