বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

হলিউড ড্রিমস ফিল্মফেস্টে ‘বক্স ম্যান’ এর দুই মনোনয়ন

পোস্ট হয়েছে: আগস্ট ১১, ২০১৯ 

news-image

ইরানের স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘বক্স ম্যান’ যুক্তরাষ্ট্রের হলিউড ড্রিমস ফিল্ম ফেস্টিভালে দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে। এ চলচ্চিত্রটির চিত্রনাট্যকার ও পরিচালক হচ্ছেন মানোচের তেইমোরজাদেহ। সেরা বিদেশি চলচ্চিত্র ও সেরা অভিনেতা হিসেবে এ দুটি মনোনয়ন দেয়া হয়েছে। এর আগে নবম লন্ডন লিফ্টঅফ ফিল্ম ফেস্টিভালে তিনটি ক্যাটাগরিতে চলচ্চিত্রটি মনোনয়ন পেয়েছিল। যুক্তরাষ্ট্রের মেগাফেস্ট ফেস্টিভালেও চলচ্চিত্রটি মনোনয়ন পায়। মেহর

একজন মাঝ বয়সি রিপোর্টারের পেশাগত জীবন নিয়ে এ চলচ্চিত্রের কাহিনী গড়ে উঠেছে। সেই রিপোর্টার একজন কিশোরকে নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করতে যান যেখানে দেখা যায় কিশোরটি একটি বাক্সে বাস করে এবং সে এধরনের বসবাসের কোনো পরিবর্তনও চায় না তার মায়ের কারণে। দি হলিউড ড্রিমস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ও রাইটার্স ইভেন্ট এ চলচ্চিত্রের ভাষাশৈলীকেও বেশ শক্তিশালী হিসেবে বর্ণনা করেছে। চলচ্চিত্রটির কাহিনী ভাষা ও দেশটির সীমানার গণ্ডি অতিক্রম করে বিশ্বের সব মানুষের কাহিনী হয়ে উঠেছে। মেহর নিউজ।