হরমোজগানের সর্বাপেক্ষা অক্ষত লবণের গুহা খেরসিন
পোস্ট হয়েছে: অক্টোবর ১৯, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/10/1400070710332993323713314.jpg)
গুহার ভেতর দিয়ে হেঁটে চলার সময় অত্যন্ত সাবধানতার সাথে পা বাড়াতে হয়। গুহার প্রবেশ পথ তিন মিটার উঁচু ও ৪ মিটার চওড়া। আকর্ষণীয় গুহাটির দৈর্ঘ্য ১৭৮ মিটার।
ভেতরে সোজা একটি করিডোর রয়েছে। গুহার নিচের অংশটি ১৭০ মিটার দূরে গিয়ে শেষ হয়েছে। আশেপাশে কোনো শাখা-প্রশাখা না থাকায় পথ হারানোর কোনো ভয় নেই দর্শনার্থীদের। এটি গুহার একটি ইতিচাক দিক।
হরমোজগান প্রদেশের উত্তরে অবস্থিত খেরসিন গ্রামে গ্রীষ্মে শুষ্ক আবহাওয়া এবং শীতকালে হালকা পাহাড়ি আবহাওয়া বিরাজ করে। লবণের গুহাটি জাতীয় প্রাকৃতিক ল্যান্ডমার্ক হিসেবে বিবেচিত হয়। সূত্র: তাসনিম নিউজ।