শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

হরমোজগানের সর্বাপেক্ষা অক্ষত লবণের গুহা খেরসিন

পোস্ট হয়েছে: অক্টোবর ১৯, ২০২১ 

news-image
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে হাতেগোনা কয়েকটি লবণের অক্ষত গুহা রয়েছে, যার অন্যতম খেরসিন। গুহাটি হরমোজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ৮০ কিলোমিটার দূরে সিয়াহোতে অবস্থিত। এটি পিচ্ছিল লবণ পাথর দিয়ে তৈরি।

গুহার ভেতর দিয়ে হেঁটে চলার সময় অত্যন্ত সাবধানতার সাথে পা বাড়াতে হয়। গুহার প্রবেশ পথ তিন মিটার উঁচু ও ৪ মিটার চওড়া। আকর্ষণীয় গুহাটির দৈর্ঘ্য ১৭৮ মিটার।

ভেতরে সোজা একটি করিডোর রয়েছে। গুহার নিচের অংশটি ১৭০ মিটার দূরে গিয়ে শেষ হয়েছে। আশেপাশে কোনো শাখা-প্রশাখা না থাকায় পথ হারানোর কোনো ভয় নেই দর্শনার্থীদের। এটি গুহার একটি ইতিচাক দিক।

হরমোজগান প্রদেশের উত্তরে অবস্থিত খেরসিন গ্রামে গ্রীষ্মে শুষ্ক আবহাওয়া এবং শীতকালে হালকা পাহাড়ি আবহাওয়া বিরাজ করে। লবণের গুহাটি জাতীয় প্রাকৃতিক ল্যান্ডমার্ক হিসেবে বিবেচিত হয়। সূত্র: তাসনিম নিউজ।