মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

হরমোজগানের পূর্বাঞ্চলীয় বন্দর দিয়ে তেল রপ্তানি বেড়েছে ২০৩ শতাংশ

পোস্ট হয়েছে: নভেম্বর ১৮, ২০২১ 

news-image

ইরানের হরমোজগান প্রদেশের পূর্বাঞ্চলীয় বন্দর দিয়ে তেল রপ্তানি বেড়েছে ২০৩ শতাংশ। চলতি বছরের ২১ মার্চ থেকে ৬ নভেম্বর পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় এই রপ্তানি প্রবৃদ্ধি প্রত্যক্ষ করা গেছে। এই তথ্য জানিয়েছেন শহীদ বাহোনার ও পূর্ব হরমোজগানের বন্দর ও সমুদ্র বিষয়ক পরিচালক হামিদ রেজা মোহাম্মাদ হোসেইনি তাখতি।পূর্ব বন্দর দিয়ে একই সময়ে অন্যান্য পণ্য রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে ৪৪ শতাংশ। তাখতি জানান, দক্ষিণাঞ্চলীয় প্রদেশটির পূর্ব বন্দর থেকে ২১ মার্চ থেকে ৬ নভেম্বর পারস্য উপসাগরীয় দেশগুলোতে ২ লাখ ৯৪ হাজার টন তেল রপ্তানি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ২০৩ শতাংশ বেশি।তিনি আরও জানান, ওই বন্দরে একই সময়ে বিভিন্ন ধরনের ৫ লাখ ৬৮ হাজার ৪০২ টন তেল পণ্য লোড এবং আনলোড করা হয়েছে।যা আগের তুলনায় ৭৭ শতাংশ বেশি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।