শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

হযরত আলী (আ.)-এর বাণী- নাহজুল বালাগা থেকে

পোস্ট হয়েছে: জানুয়ারি ৬, ২০১৪ 

news-image

হযরত আলী (আ.)-এর নিকট হারিস ইবনে হুত এসে বলেন : আমার সম্পর্কে আপনার অভিমত কী? আমি উটের যুদ্ধের উদ্যোক্তাদেরকে পথভ্রষ্ট বলে ধারণা করি।উত্তরে হযরত আলী (আ.) বলেন : হে হারিস! নিশ্চয় তুমি নিচের দিকে তাকিয়েছ। তোমার ওপরের দিকে তাকাওনি। তাই হতভম্ব হয়েছে। হককী, তুমি তা অবগত হলে হকপন্থীকে জানতে। তুমিতো হকই জান না। আর বাতিলকী, তা জানলে বাতিলপন্থীকে জানতে পারতে। তুমিতো বাতিল কী, তা-ই জান না। তখন হারিস বললেন : তাহলে সাআদ ইবনে মালিক ও আবদুল্লাহ ইবনে উমরের পথ ধরে স্বতন্ত্র হয়ে থাকি।তখন হযরত আলী (আ.) বললেন : নিশ্চয়ই সাআদ ও আবদুল্লাহ ইবনে উমর ন্যায়ের সহায়তা করেননি। আর বাতিলকেও নিরুৎসাহিত করেননি।’- নাহজুল বালাগা, উক্তি নং ২৫৪

হযরত আলী (আ.) বলেন : বাদশাহর সহচর বাঘের ওপর আরোহণকারীর ন্যায় হয়ে থাকে। লোকেরা তার অব¯হান দেখে ঈর্ষা করে। সে তার অবস্থানের ভয়াবহতা ভালো করেই জানে।’- নাহজুল বালাগা, উক্তি নং ২৫৫

হযরত আলী (আ.) বলেন : অপরের সন্তানের প্রতি করুণা কর। তোমাদের সন্তানদের হিফাজতের ব্যব¯হা তারই ফলে হবে।’- নাহজুল বালাগা, উক্তি নং ২৫৬

হযরত আলী (আ.) বলেন : জ্ঞানীদের উক্তি সঠিক হলে ঔষধের কাজ দেয়। আর তা ভুল হলে রোগ সৃষ্টি করে।’- নাহজুল বালাগা, উক্তি নং ২৫৭

হযরত আলী (আ.) বলেছেন : হে বনী আদম! যে দিনটি আসেনি তার চিন্তায় বিভোর হবে না। যে দিনটি এসেছে তার চিন্তা কর। কারণ, তোমার বয়স অবশিষ্ট থাকলে সেই দিনের জন্য আল্লাহ রিযিকের বন্দোবস্ত করবেন।’- নাহজুল বালাগা, উক্তি নং ২৫৯

হযরত আলী (আ.) বলেছেন : তোমার বন্ধুকে ধীরে ধীরে ভালোবাস। হতে পারে কোন দিন সে তোমার অসন্তোষের পাত্র হয়ে যাবে। আর তোমার নিকট অবাঞ্ছিত ব্যক্তিকে ধীরে ধীরে ঘৃণা কর। হতে পারে সে কোন দিন তোমার প্রিয়পাত্র হয়ে যাবে।’- নাহজুল বালাগা, উক্তি নং ২৬০

(নিউজলেটার, আগস্ট ১৯৯১)