হযরত আলী (আ.)-এর বাণী- নাহজুল বালাগা থেকে
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৬, ২০১৩

হযরত আলী (আ.) বলেছেন : ‘আশাহত ও মুশকিল আছান হওয়ার দ্বারা আমি আল্লাহকে চিনতে পেরেছি।’- নাহজুল বালাগা, উক্তি নং ২৪২
হযরত আলী (আ.) বলেছেন : ‘দুনিয়ার তিক্ততা পরকালে মধুময় হয়। আর দুনিয়ার মাধুর্য পরকালে তিক্ততা আনে।’- নাহজুল বালাগা, উক্তি নং ২৪৩
হযরত আলী (আ.) বলেছেন : ‘শিরক হতে পবিত্র করার জন্য আল্লাহ ঈমান ফরজ করেছেন। নামায ফরয করছেন অহংকার হতে বিমুক্ত করার জন্য। আর যাকাত ফরজ করছেন রিযিক বাড়িয়ে দেওয়ার জন্য। আর মানুষের মনের ইখলাস পরীক্ষা করার জন্য রোযা ফরজ করেছেন। হজ করা ফরজ করেছেন ইসলামকে শক্তিশালী করে তৈরি করার জন্য। আর জিহাদ ফরজ করেছেন ইসলামের সম্মান ও প্রতিপত্তি বিস্তারের জন্য। জনগণের কল্যাণে ফরজ করেছেন সৎকর্ম নির্দেশ। আর জ্ঞানহীনদেরকে সতর্ক করার জন্য মন্দ কাজে নিষেধ করাকে ফরজ করেছেন। আপনজনের প্রতি সদাচার ফরজ করেছেন সহচরবৃন্দের আধিক্য সৃষ্টির জন্য। আর রক্তপাত বন্ধের জন্য রক্তের বদলে রক্ত-কিসাস ফরজ করেছেন। আর শাস্তিমূলক আইনের বাস্তবায়ন ফরজ করেছেন নিষিদ্ধ কর্মের গুরুত্ব বুঝবার জন্য। আর সুরা পান নিষিদ্ধ করছেন জ্ঞান সংরক্ষণের জন্য। চৌর্যবৃত্তি পরিহার করাকে ফরজ করেছেন সৎ জীবন যাপনকে অপরিহার্য করার জন্য। বংশ পরিচয় নিশ্চিত করার জন্য ব্যাভিচার পরিত্যাগ করা ফরজ করেছেন। সমকামিতা পরিহার করা ফরজ করেছেন বংশ বৃদ্ধির নিমিত্ত। আর সাক্ষ্যদান ফরজ করেছেন অস্বীকারকৃত বিষয় প্রকাশের জন্য। সত্যকে সম্মানদানের জন্য মিথ্যা পরিহার ফরজ করেছেন। সালাম ফরজ করেছেন আশঙ্কা বিমুক্তির জন্য। ইমামত অবধারিত করেছেন জাতিকে সুশৃঙ্খলে রাখার জন্য। আর আনুগত্য অবধারিত করেছেন ইসলামে রাষ্ট্রীয় বিধানের প্রতি গুরুত্বারোপের জন্য।’- নাহজুল বালাগা, উক্তি নং ২৪৪
হযরত আলী (আ.) বলেছেন : ‘জালিমের কাছ থেকে শপথ নিতে হলে সে আল্লাহর আশ্রয় ও ক্ষমতা হতে বঞ্চিত বলে শপথ নেবে। সে মিছামিছি অনুরূপ কসম করলে ত্বরিত আযাবে নিপতিত হবে। আর যদি- সে আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই- বলে আল্লাহর নামে কসম করে তাহলে সে তাড়াতাড়ি আযাবে নিপতিত হবে না। কারণ, সে এরূপে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে থাকে।’- নাহজুল বালাগা, উক্তি নং ২৪৫
(নিউজলেটার, মে ১৯৯১)