হযরত আলী (আ.)-এর বাণী- নাহজুল বালাগা থেকে
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৬, ২০১৩

হযরত আলী (আ.) বলেছেন : ‘লজ্জা যার ভূষণ, লোকেরা তার দোষ দেখতে পায় না।’- নাহজুল বালাগা, বাণী নং ২১৪
হযরত আলী (আ.) বলেছেন : ‘অধিক মৌনতা দ্বারা ভয়-ভীতি সঞ্চারিত হয়ে থাকে। ন্যায়পরায়ণতা দ্বারা লোকের সাথে অধিক সম্পর্ক গড়ে ওঠে। আর অনুগ্রহ প্রদর্শনে সম্মান বদ্ধি পায়। নম্রতা দ্বারা পরিপূর্ণ নেয়ামত অর্জিত হয়ে থাকে। ক্লেশের মাধ্যমে প্রাধান্য বিস্তার নিশ্চিত হয়। ইনসাফপৃর্ণ আচরণ শত্রুকে পরাভূত করে। জ্ঞানহীনের প্রতি সহিষ্ণুতা প্রদর্শিত হলে তার বিরুদ্ধে সাহায্যকারীর সংখ্যা বেড়ে যায়।’-নাহজুল বালাগা, বাণী নং ২১৫
হযরত আলী (আ.) বলেন : ‘আজব ব্যাপার এই যে, হিংসুকরা শরীরের সুস্থতা সম্পর্কে অন্যমনস্ক থাকে।’-নাহজুল বালাগা, বাণী নং ২১৬
হযরত আলী (আঃ) বলেছেন : ‘লোভী ব্যক্তি অপমানের হাতে বন্দি থাকে।’- নাহজুল বালাগা, বাণী নং ২১৭
হযরত আলী (আ.)-কে ঈমান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন : ‘ঈমান হলো অন্তর দ্বারা উপলব্ধি, মৌখিকভাবে স্বীকৃতি এবং ইসলামের বিধি-বিধান মেনে চলা।’- নাহজুল বালাগা, বাণী নং ২১৯
হযরত আলী (আ.) বলেছেন : ‘যে দুনিয়ার ব্যাপারে অনুতাপ করে, সে আল্লাহর সিদ্ধান্ত সম্পর্কে অসন্তুষ্ট। যে সংঘটিত বিপদ সম্পর্কে অনুযোগ করে, সে তার প্রতিপালকের বিরুদ্ধে অভিযোগ আনে। যে ধনী ব্যক্তির দ্বারস্থ হয়ে মিনতি করে, সে ধর্মের এক তৃতীয়াংশ হাতছাড়া করল। যে কুরআন পাঠ করার পর মৃত্যুবরণ করে এবং এরপর দোযখে প্রবেশ করে, সে আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টাচ্ছলে গ্রহণ করেছে বলে মনে করতে হবে। যার অন্তর দুনিয়ার মহব্বতে ব্যাকুল, তার অন্তর দুনিয়ার তিনটি বিষয়ে ওতপ্রোতভাবে জড়িত : অনবরত দুশ্চিন্তা, অপরিত্যাজ্য লোভ ও দুরাশা।’- নাহজুল বালাগা, বাণী নং ২১৯
হযরত আলী (আ.) বলেছেন : ‘অল্পে তুষ্টি দ্বারা রাজকীয় জীবন উপভোগ করা যায়। আর উত্তম চরিত্র দ্বারা সুখকর জীবন অর্জিত হয়।’- নাহজুল বালাগা, বাণী নং ২২০
হযরত আলী (আ.)-কে আল্লাহর এ বাণী- ‘অতঃপর অবশ্যই তাকে সুখকর জীবন দান করব’- সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন : ‘অল্পে তুষ্ট থাকার জীবনের কথাই বলা হয়েছে।’- নাহজুল বালাগা, বাণী নং ২২১
(নিউজেলটার, মার্চ ১৯৯১)