বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

হংকং চলচ্চিত্র উৎসবে ইরানি ছবির অ্যাওয়ার্ড জয়

পোস্ট হয়েছে: আগস্ট ২৫, ২০২০ 

news-image

হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (এইচকেআইএফএফ৪৪) সেরা অভিনেতা অ্যাওয়ার্ড জিতেছে ইরানি ছবি ‘দ্যা অ্যালিয়েন’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা নাদের সায়েইভার। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটির এবারের ৪৪তম আসরে সেরার খেতাব কুড়ায় ইরানি ছবিটি।

গত বৃহস্পতিবার হংকং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল সোসাইটি এইচকেআইএফএফ৪৪ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করে। ‘দ্যা অ্যালিয়েন’ চলচ্চিত্র অভিনয়ের জন্য সেরা অভিনেতা পুরস্কার লাভ করেন বখতিয়ার পানজিই।

‘দ্যা অ্যালিয়েন’ ছবির কাহিনি হচ্ছে, একটি সাধারণ ইরানি শহরে গাড়িতে থাকা দুই রহস্যময় অপরিচিত ব্যক্তি রোজ একই জায়গায় কয়েক ঘণ্টার জন্য পার্ক করা শুরু করে। তাদের এই অস্বাভাবিক ঘটনার কারণে স্থানীয়দের মাঝে বিরক্তি তৈরি করে। তারা এই দুই ব্যক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য সন্দেহভাজন মনে করেন।  
চলচ্চিত্রটি ৭০তম বারলিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।