শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

হংকং চলচ্চিত্র উৎসবের সেরা ছবি ইরানের ‘দ্যা ওয়েস্টল্যান্ড’

পোস্ট হয়েছে: এপ্রিল ১২, ২০২১ 

news-image

হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতলো ইরানি ছবি ‘দ্যা ওয়েস্টল্যান্ড’। নির্মাতা আহমাদ বাহরামির চলচ্চিত্রটি উৎসবের এবারের ৪৫তম আসর থেকে এই অ্যাওয়ার্ড ঘরে তোলে।

‘দ্যা ওয়েস্টল্যান্ড’ এ অভিনয় করেছেন আলি বাঘেরি, ফররোখ নেমাতি, মেহদি নাস্সাজ, মজিদ ফারহাঙ্গ ও মাহদিয়ে নাসসাজ। সম্প্রতি চলচ্চিত্রটি ইতালির ৭৭তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফাঁকে ইনডিপেন্ডেন্ট ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস এর পক্ষ থেকে ফিপরেসকি অ্যাওয়ার্ড লাভ করে।

এছাড়া ছবিটি স্পেনের ৬৫তম ভাল্লাডোলিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও সিংগাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম পর্বে অংশ নেয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।