সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

হংকং উৎসবে পুরস্কার জিতেছে ইরানের ‘গ্রেভইয়ার্ড’

পোস্ট হয়েছে: মার্চ ২৭, ২০২৩ 

news-image
হংকংয়ে ২৮তম আইএফভিএ অ্যাওয়ার্ডে পুরস্কার জিতেছে ইরানি পরিচালক আলী দারাইয়ের ‘গ্রেভইয়ার্ড’।শর্ট ফিল্মটি এশিয়ান নিউ ফোর্স বিভাগে সম্মানিত তিনটি চলচ্চিত্রের মধ্যে একটি হওয়ার সৌভাগ্য লাভ করে।
চলচ্চিত্রটি একজন অল্পবয়সী মায়ের গল্প তুলে ধরেছে। অবহেলার কারণে মা তার সন্তানকে হারিয়েছে। ইরানে দাফনের অনুমতি পাওয়ার জন্য পিতার উপস্থিতি প্রয়োজন। তাই তরুণী মা তার নিখোঁজ স্বামীকে খুঁজে বের করার চেষ্টা করছেন। সময়ের সাথে সাথে তিনি গুরুতর অনেক সমস্যায় জড়িয়ে পড়েন।
দ্য ইনকিউবেটর ফর ফিল্ম অ্যান্ড ভিজ্যুয়াল মিডিয়া ইন এশিয়া অ্যাওয়ার্ডস আগে হংকং ইন্ডিপেনডেন্ট শর্ট ফিল্ম অ্যান্ড ভিডিও অ্যাওয়ার্ডস নামে পরিচিত ছিল। হংকং আর্টস সেন্টার প্রতি বছর আন্তর্জাতিক এই উৎসবের আয়োজন করে।এশিয়ান নিউ ফোর্স বিভাগে আরেকটি পুরস্কার জিতেছে ভারতীয় পরিচালক সেমন্ত হালদারের নাটক ‘গ্রে সোলার গেম’। তিন ভাইবোনের গল্প নিয়ে ড্রামাটি তৈরি করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।