সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

হংকংয়ে দেখানো হবে তিন ইরানি স্বল্পদৈর্ঘ্য

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৯, ২০২৪ 

news-image

৮ থেকে ১৬ মার্চ হংকংয়ে অনুষ্ঠিত আইএফভিএ অ্যাওয়ার্ডের ২৯তম আসরের বিভিন্ন বিভাগে তিনটি ইরানি শর্ট ফিল্ম দেখানো হবে।

হোসেইন বাহবুদিরাদ পরিচালিত ‘ক্যান আই হাগ ইউ?’  এবং আতেফে সালেহির ‘মিরেজ’ উৎসবের এশিয়ান নিউ ফোর্স বিভাগে দেখানো হবে। অ্যানিমেশন বিভাগে দেখানো হবে ইয়েগানে মোগাদ্দামের ‘আওয়ার ইউনিফর্ম’।

‘ক্যান আই হাগ ইউ?’  চলচ্চিত্রটি একজন চলচ্চিত্র নির্মাতা হোসেনকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে।  ‘মিরেজ’ চলচ্চিত্রটি একটি রহস্যময় তরুণীর গল্প নিয়ে নির্মিত।
আর ‘আওয়ার ইউনিফর্ম’-এ বেশ আক্ষরিক অর্থেই একজন ইরানি মেয়ে তার পুরনো ইউনিফর্মের বলিরেখা এবং কাপড়ের মাধ্যমে স্কুল-বয়সের স্মৃতি মনে করে। সূত্র: তেহরান টাইমস