মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

স্ল্যামড্যান্স উৎসবে পুরস্কার জিতেছে “কিলিং দ্যা ইউনুচ খান”

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২২ 

news-image

ইরানি নাটক “কিলিং দ্যা ইউনুচ খান” মার্কিন যুক্তরাষ্ট্রে স্ল্যামড্যান্স চলচ্চিত্র উৎসবে ব্রেকআউট ফিচার গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে।আবেদ আবেস্ত পরিচালিত চলচ্চিত্রটি একটি সিরিয়াল কিলার সম্পর্কে তৈরি করা হয়েছে। সে তার শিকারকে ব্যবহার করে আরও শিকারকে হত্যা করে। ইরান-ইরাক যুদ্ধের সময়কার এরকম এক ঘটনা নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে।গেল শুক্রবার উৎসবের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। উৎসবের ২৮তম আসর ২০ থেকে ২৩ জানুয়ারি উটার পার্ক সিটিতে হাইব্রিড ফরমেটে আয়োজন করা হয়। সূত্র: তেহরান টাইমস।