মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

স্লোভেনিয়ান উৎসবে দেখানো হবে ‘টুনাইটস হোমওয়ার্ক’

পোস্ট হয়েছে: মার্চ ১৩, ২০২২ 

news-image

ইরানের প্রামাণ্য চলচ্চিত্র ‘টুনাইটস হোমওয়ার্ক’ স্লোভেনিয়ায় লুব্লজানা প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে দেখানো হবে।আশকান নেজাতি এবং মেহরান নেমাতোল্লাহি পরিচালিত ইরানি তথ্যচিত্র ‘টুনাইটস হোমওয়ার্ক’ উৎসবের সমালোচনামূলক সামাজিক বিভাগে জায়গা করে নিয়েছে।গত বছরের অনলাইনে আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবটির আয়োজন করা হয়। এবার হাইব্রিড ফর্মে লুব্লজানা ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভাল চলছে। ৯ থেকে ১৬ মার্চ ২২টি ফিচার-দৈর্ঘ্যের তথ্যচিত্র এবং তিনটি স্বল্পদৈর্ঘ্য উৎসবে দেখানো হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।