বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

স্যাট ফুটসাল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হারাল ইরান

পোস্ট হয়েছে: এপ্রিল ৭, ২০২৫ 

news-image

স্যাট ফুটসাল চ্যাম্পিয়নশিপ থাইল্যান্ড ২০২৫-এ উজবেকিস্তানকে ৫-০ গোলে হারিয়েছে ইরান। রোববারের এই ম্যাচে ইরানের মাহতাব বানায়ে দুটি গোল করেন এবং এলহাম আনাফচে, নাসিমে গোলামি এবং ফেরেশতে খোসরাভি একটি করে গোল করেন। টিম মেল্লি সোমবার থাইল্যান্ডের বিপক্ষে খেলার কথা রয়েছে।

স্যাট ফুটসাল চ্যাম্পিয়নশিপ ৫ থেকে ৭ এপ্রিল থাইল্যান্ডের নাখোন রাতচাসিমার টার্মিনাল-২১ কোরাতের টার্মিনাল হলে অনুষ্ঠিত হচ্ছে।

ইরানি ফুটবল দল ৭ থেকে ১৮ মে চীনের হোহোটে অনুষ্ঠিতব্য এএফসি নারী ফুটসাল এশিয়ান কাপ ২০২৫-এর জন্য প্রস্তুতি নিচ্ছে। সূত্র: মেহর নিউজ