মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

স্যাটেলাইট উৎক্ষেপণে প্রমাণ হয়েছে ইরানের বিরুদ্ধে অবরোধ অকার্যকর

পোস্ট হয়েছে: এপ্রিল ২৮, ২০২০ 

news-image

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মুখপাত্র ব্রি. জেনারেল রামেজান শরিফ বলেছেন, আইআরজিসির স্যাটেলাইট উৎক্ষেপণ পুনরায় প্রমাণ করেছে আমেরিকার চাপিয়ে দেওয়া অবরোধ তার দেশের বৈজ্ঞানিক অগ্রগতি ব্যাহত করতে পারেনি।

সোমবার রাষ্ট্রীয় একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণের ফলোশ্রুতিতে আমেরিকান ও ইউরোপীয়রা স্বীকার করেছে যে, অবরোধ ইসলামি প্রজাতন্ত্র ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি ব্যাহত করতে ব্যর্থ হয়েছে।

আইআরজিসি মুখপাত্র বলেন, যদিও তারা স্বীকার করে অবরোধ ইরানিদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত করেছে। তবে তারা বিভিন্ন ক্ষেত্রে দেশের প্রবৃদ্ধি ব্যাহত করতে পারেনি। অবরোধের মধ্যেও ইরান যখন এই ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে তখন দেশটি অর্থনৈতিক সন্ত্রাসবাদ সত্বেও জনগণের প্রয়োজনে সব কিছু করতে সক্ষম। সূত্র: মেহর নিউজ এজেন্সি।