বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

স্মরণীয় দিবস

পোস্ট হয়েছে: মার্চ ৩১, ২০১৩ 

৩ জানুয়ারি      :         ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাতের চল্লিশ দিন পূর্তি (আরবাইন)।

৯ জানুয়ারি       :         মীর্জা তাকীখান আমীর কবিরের শাহাদাতবার্ষিকী।

১১ জানুয়ারি     :         মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর ওফাতবার্ষিকী। ইমাম হাসান (আ.)-এর শাহাদাতবার্ষিকী।

১২ জানুয়ারি     :         আহলে বাইতের অষ্টম ইমাম রেযা (আ.)-এর শাহাদাতবার্ষিকী। ইরানের মাশহাদে তাঁর রওযা অবস্থিত।

১৩ জানুয়ারি     :         মহানবী (সা.)-এর মক্কা থেকে মদীনায় হিজরতের বার্ষিকী।

১৫ জানুয়ারি     : *      ১৯৭৯ সালের এ দিনে ইরান থেকে শাহানশাহ্ রেযা শাহ পাহলভী পলায়ন করেন।

          *        নওয়াব স্যার সলিমুল্লাহর মৃত্যুবার্ষিকী।

২০ জানুয়ারি     :         আহলে বাইতের এগারতম ইমাম হাসান আসকারী (আ.)-এর শাহাদাত বার্ষিকী।

২৫ জানুয়ারি     : * ১২ রবিউল আউয়াল, মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী (আহলে সুন্নাতের বর্ণনা অনুযায়ী) ও ইসলামী ঐক্য সপ্তাহের শুরু।

২৬ জানুয়ারি     : * ইসরাইলকে স্বীকৃতি দিয়ে আরব বিশ্বের দেশ মিসর সর্বপ্রথম এ দিনে লজ্জাজনক ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর করে। এর প্রতিবাদে তখন আরব লীগ থেকে মিসরকে বহিষ্কার করা হয়।

          *        বাংলা ভাষার সনেট কাব্যের জনক ও ‘মেঘনাদবধ’ মহাকাব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী।

২৯ জানুয়ারি     : * আততায়ীর গুলিতে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী নিহত হন।

৩০ জানুয়ারি     :         ১৭ রবিউল আউয়াল, মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী (শিয়া মাযহাবের বর্ননা অনুযায়ী) এবং আহলে বাইতের ষষ্ঠ ইমাম জাফর সাদেক (আ.)-এরও জন্মবার্ষিকী।

১ ফেব্রুয়ারি       :         দীর্ঘ ১৫ বছর নির্বাসনে থাকার পর ইসলামী বিপ্লব বিজয়ের প্রাক্কালে এ দিনে বিপ্লবের নেতা ইমাম খোমেইনী স্বদেশে প্রত্যাবর্তন করেন।

১১ ফেব্রুয়ারি     :         ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবের বিজয়বার্ষিকী। ইরানে আড়াই হাজার বছরের রাজতন্ত্রের পতন।

১৪ ফেব্রুয়ারি     :         মহানবী (সা.), বিভিন্ন নবী (আ.) এবং পবিত্র ধর্মগ্রন্থ সম্পর্কে অবমাননাকর উক্তি করার দায়ে ১৯৮৯ সালের এ দিনে ইমাম খোমেইনী সালমান রুশদীর মৃত্যুদণ্ড ঘোষণা করেন।

১৯ ফেব্রুয়ারি     :         ইমাম হাসান আসকারী (আ.)-এর জন্মবার্ষিকী।

২১ ফেব্রুয়ারি     :         আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এ দিনে বাংলা ভাষা আন্দোলনে শহীদ হন সালাম, বরকত, রফিক, জাববার, শফিকসহ বেশ কয়েকজন বাঙালি।

২৩ ফেব্রুয়ারি    :         খাজা নাসিরউদ্দিন তূসী স্মরণে দিবস। এটি ইরানে প্রকৌশল দিবস হিসেবেও উদ্যাপিত হয়।