স্বাস্থ্য প্রযুক্তিতে উন্নতি ইরানের
পোস্ট হয়েছে: এপ্রিল ৪, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/04/4106970.jpg)
২০২১ সালে স্বাস্থ্য প্রযুক্তি উন্নয়নের উদ্ভাবনী সূচকে ১৩২টি দেশের মধ্যে ৬০তম স্থানে রয়েছে ইরান। সূচকে ২০১৪ সালের তুলনায় ৬০ ধাপ উন্নতি হয়েছে দেশটির। গবেষণা ও প্রযুক্তি বিষয়ক উপ-স্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি এই তথ্য জানান।
বার্তা সংস্থা ইসনা বৃহস্পতিবার মন্ত্রীর বরাত দিয়ে জানায়, স্বাস্থ্য খাতে মোট ১ হাজার ৬৭০টি জ্ঞান-ভিত্তিক সংস্থা কাজ করছে। তিনি আরও বলেন, স্বাস্থ্যের ক্ষেত্রে ১৩টি বিজ্ঞান ও প্রযুক্তি পার্ক এবং ৯৫টি প্রযুক্তি প্রবৃদ্ধি কেন্দ্র রয়েছে। ৩৪৩টি প্রযুক্তিগত পণ্যের লাইসেন্স দেয়া হয়েছে এবং চিকিৎসা বিজ্ঞানের ৩৩৫টি উদ্ভাবনের পেটেন্ট করা হয়েছে। গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে স্বাস্থ্য প্রযুক্তির উন্নয়ন মূল্যায়নে প্রাতিষ্ঠানিক কাঠামো, মানব পুঁজি এবং গবেষণা, অবকাঠামো, বাজার এবং ব্যবসায়িক জটিলতা, প্রযুক্তিগত জ্ঞান এবং সৃজনশীলতা সহ সাতটি সূচক বিশ্লেষণ করা হয়। সূত্র: তেহরান টাইমস।