স্বাস্থ্য পর্যটনে সহযোগিতায় ইরান-ওমানের আলোচনা
পোস্ট হয়েছে: নভেম্বর ৯, ২০২১

স্বাস্থ্য পর্যটনের ক্ষেত্রে সহযোগিতা বিকাশে আলোচনা করেছেন ইরান এবং ওমানের চেম্বার অব কমার্সের প্রেসিডেন্টরা। তেহরানে মুসলিম দেশগুলোর চলমান ৫ম আন্তর্জাতিক স্বাস্থ্য কংগ্রেসের অবকাশে এক বৈঠকে তারা এ বিষয়ে আলোচনা করেন।
এতে উপস্থিত ছিলেন ওমান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রিদা আল সালেহ। এসময় তিনি ইরানি ও আন্তর্জাতিক স্বাস্থ্যকর্মীদের সাথে ওমান ও ইসলামি দেশগুলোর মধ্যে যৌথ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। সালেহ ইরানের চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান গোলাম-হোসেন শাফেইয়ের সাথেও সাক্ষাৎ করেন এবং তারা দুই দেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক এবং পর্যটন মিথস্ক্রিয়া সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। ইরান, তুরস্ক, ইরাক, ওমান, তিউনিসিয়া, ভারত, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন এবং তৎপর কিছু আন্তর্জাতিক সংস্থার স্বাস্থ্য ও পর্যটন কর্মকর্তারা এই কংগ্রেসে যোগ দেন।