রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

স্বাস্থ্য খাতে তুরস্কের সাথে ইরানের সহযোগিতা বেড়েছে দ্বিগুণ

পোস্ট হয়েছে: জুন ৩, ২০২১ 

news-image

ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপমন্ত্রী ড. ফরিদ নাজাফি জানিয়েছেন, ২০১২ সালের পর থেকে স্বাস্থ্য ও মেডিকেল ইস্যুতে তুরস্কের সাথে ইরানের সহযোগিতা বেড়েছে দ্বিগুণ। বুধবার দুদেশের বৈজ্ঞানিক ও গবেষণা সহযোগিতা বিষয়ক ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠকে তিনি এই তথ্য জানান।

নাজাফি আরও জানান, বিভিন্ন দেশের সাথে ইরানের বৈজ্ঞানিক সহযোগিতার বিষয়টি চলমান। সুইজারল্যান্ড ও জার্মানির সাথে একই ধরনের সহযোগিতা কার্যক্রমকে এক্ষেত্রে উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।