স্বাস্থ্য খাতে অঞ্চলে রোল মডেল ইরান: হু কর্মকর্তা
পোস্ট হয়েছে: অক্টোবর ২২, ২০২৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পূর্ব ভূমধ্যসাগরীয় আঞ্চলিক দপ্তরের (ইএমআরও) পরিচালক হান্না হাসান বলখি ইরানের স্বাস্থ্য খাতকে এই অঞ্চলের জন্য একটি রোল মডেল বলে অভিহিত করেছেন।
তিনি জানান, হু ইএমআরও ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী। খবর বার্তা সংস্থা ইরনার।
হু ইএমআরও-এর ৭০তম অধিবেশনের ফাঁকে ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলিরেজা রাইসি এবং আন্তর্জাতিক বিষয়ক উপ-স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ-হোসেন নিকনামের সাথে বৈঠকে হু কর্মকর্তা এই মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ-রেজা জাফরকান্দির নেতৃত্বে একটি প্রতিনিধিদল ১৪ থেকে ১৭ অক্টোবর কাতারের দোহায় অনুষ্ঠিত হু ইএমআরও-এর ৭০তম অধিবেশনে অংশগ্রহণ করেন। বলখি বলেন, কয়েক মাস আগে ইরানে সংক্ষিপ্ত সফরের সময় আমি স্বাস্থ্য খাতে ইরানের সক্ষমতার সাথে পরিচিত হয়েছিলাম। ইরান এই অঞ্চলে স্বাস্থ্যের ক্ষেত্রে একটি রোল মডেল। সূত্র: তেহরান টাইমস