শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

স্প্যানিশ উৎসবে পুরস্কার জিতল ইরানি শর্ট ফিল্ম

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৪, ২০২৪ 

news-image

নাসরিন মোহাম্মদপুর রচিত ও পরিচালিত ইরানি শর্ট ফিল্ম “টুয়েন্টি ওয়ান উইকস লেটার” স্পেনের জারাগোজায় অনুষ্ঠিত একাদশ লা মিরাদা তাবু চলচ্চিত্র উৎসবে একটি পুরস্কার জিতেছে।

৫ থেকে ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত উৎসবের অফিসিয়াল প্রতিযোগিতা বিভাগে মোট ৫৫টি শর্ট ফিল্ম প্রতিদ্বন্দ্বিতা করে। সমাপনী অনুষ্ঠানে ইরানি স্বল্পদৈর্ঘটি বিশেষ জুরি পুরস্কার দেয়া হয়।

২০২৩ সালে নির্মিত ১৪ মিনিটের চলচ্চিত্র একটি যুবতী নারীর গল্প তুলে ধরেছে। সে তার স্বামীর অসম্মতিতে গর্ভপাত করার সিদ্ধান্ত নেয়।

বানাফশে রিয়াজি, লিলা হাসানজাদে, সৌদাবে বাহরামিনজাদ এবং পারিসা আসগারি ছবিটিতে অভিনয় করেছেন।

৩৪ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা এবং সামাজিক কর্মী নাসরিন মোহাম্মদপুরের নির্মিত প্রথম শর্ট ফিল্ম “লেফ্ট হ্যান্ড” (২০২০) সিউল ইন্টারন্যাশনাল উইমেন ফিল্ম ফেস্টিভ্যালে বিএনপি পুরস্কার জিতেছে। ‌”টুয়েন্টি ওয়ান উইকস লেটার” তার দ্বিতীয় শর্ট ফিল্ম। সূত্র: তেহরান টাইমস