বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেল ‘কালিলা ও দিমনা’

পোস্ট হয়েছে: আগস্ট ৯, ২০১৭ 

news-image

ইরানি অ্যানিমেশন ছবি ‘কালিলা ও দিমনা’ ২০১৭ ইউরেশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শিশু বিভাগে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে। চলচ্চিত্রকার আলিরেজা তাভাকোলি ছবিটি পরিচালনা করেছেন এবং এটি প্রযোজনা করেছেন জাহরা হাশেমি।

প্রথমবারের মতো ‘কালিলা ও দিমনা’ ছবিটি আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় দেখানো হলো। ইউরেশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের ১৩তম আসর থেকে সেরা ছবির খেতাব কুড়ালো ছবিটি। এই উৎসবকে কাজাখস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র অনুষ্ঠান হিসেবে দেখা হয়।

‘কালিলা ও দিমনা’ মূলত দুটি শিয়ালের নাম। ড্রামাটি বৃষ্টিময় এক রাতের মাঝামাঝি সময় থেকে শুরু হয়। যখন এক ভীতসন্ত্রস্ত পেঁচা জঙ্গলের রাজার কাছে সে যে অত্যধিক শিকার হতে দেখেছে তার খবর দেয়ার জন্য যায়।

ইউরেশিয়া চলচ্চিত্র উৎসবের ২০১৫ সালের আসরের অত্যন্ত প্রসংশিত ইরানি অভিনেত্রী ফাতেমেহ মোতামেদ-আরিয়া সেসময় সেরা নারী অভিনেত্রীর অ্যাওয়ার্ড পান। তিনি ‘নাবাত’ ছবির জন্য এই সম্মাননা পান।

১৩তম ইউরেশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কাজাখস্তানের আস্তানায় ২২ জুলাই শুরু হয়ে চলে ২৮ জুলাই পর্যন্ত। সূত্র: মেহের নিউজ।