স্পেনে সেরা এ্যাওয়ার্ড জিতল ‘দি সেলসম্যান’
পোস্ট হয়েছে: নভেম্বর ৩, ২০১৬

স্পেনে ৬১তম ভ্যালাদোলিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে ইরানের চলচ্চিত্র ‘দি সেলসম্যান’ সেরা ছবির তকমা আদায় করে নিয়েছে। ইরানের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক আসগর ফারহাদির এ ছায়াছবিটি এবছরই অস্কারের জন্যও মনোনিত হয়েছে।
‘দি সেলসম্যান’ এক তরুণ দম্পতি এমাদ ও রানার জীবন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে। ইউরোপে ভ্যালাদোলিদ ফিল্ম ফেস্টিভাল এক ঐতিহ্যবাহী চলচ্চিত্রের আসর হিসেবে বিবেচিত হয়ে আসছে। সূত্র: মেহের নিউজ