শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

স্পেনেও সেরা অ্যানিমেশন ছবির অ্যাওয়ার্ড পেল ‘সারভ্যান্ট’

পোস্ট হয়েছে: আগস্ট ১০, ২০১৭ 

news-image

ইরানি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দ্য সারভ্যান্ট’ স্পেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক এক চলচ্চিত্র উৎসবে সেরা অ্যানিমেশন ছবি হওয়ার গৌরব অর্জন করেছ। ৪০তম এলচি আন্তর্জাতিক স্বতন্ত্র চলচ্চিত্র উৎসবের অ্যানিমেশন বিভাগে সেরা ছবির অ্যাওয়ার্ড পেয়েছে ছবিটি।

ইরানি চলচ্চিত্র নির্মাতা ফারনুশ আবেদি পরিচালিত ছবিটি এর আগেও বেশ কয়েকটি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড জিতেছে। গত ফেব্রুয়ারিতে লন্ডন স্বতন্ত্র চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি,যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত এসএফবিএফএফ চলচ্চিত্র উৎসবে সেরা অ্যানিমেশন ছবি হিসেবে দ্বিতীয় পুরস্কার পেয়েছে ‘সারভ্যান্ট’।

এছাড়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘২০১৭ সিলভার স্ক্রিম ফেস্টিভ্যালে’ সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন ছবির অ্যাওয়ার্ড এবং ব্রাজিলে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক ফ্যান্টাস্টিক ফেস্টিভ্যাল অব পোর্তো’তে স্রোতা অ্যাওয়ার্ড লাভ করে ইরানি চলচ্চিত্রটি।

ফারনুশ আবেদির তথ্যমতে ‘সারভ্যান্ট’ চলচ্চিত্রটি প্রভু ও তার দাসের কাহিনীকে ঘিরে নির্মিত। এখানে দাসের ভূমিকায় দেখা যাবে রাক্ষুসে পোকা তেলাপোকাকে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারবে যে সে আরও ভালো কিছু পাওয়ার যোগ্য। সুতরাং তেলাপোকা টেবিল উল্টে দেয়ার চেষ্টা করবে এবং শেষ পর্যন্ত খেলা নিজের অনুকূলে ঘুরিয়ে দিতে পারবে।

ইলচি আন্তর্জাতিক স্বতন্ত্র চলচ্চিত্র উৎসবের এবারের ৪০তম আসর ১৪ জুলাই শুরু হয়ে চলে ২১ জুলাই পর্যন্ত।

সূত্র: মেহের নিউজ।