স্পেনিশ উৎসবে ইরানি ছবির সেরা চিত্রনাট্য পুরস্কার জয়
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২১, ২০২০
এশিয়ান ফিল্ম ফেস্টিভাল বারসেলোনায় সেরা চিত্রনাট্য অ্যাওয়ার্ড জিতলো ইরানি চলচ্চিত্র ‘দ্যা ফার্স্ট নাইট অব টার্নিং ১৮’। চলচ্চিত্রকার হামেদ তেহরানি পরিচালিত ছবিটি উৎসবের এবারের অষ্টম আসরে সেরার মুকুট লাভ করে।
‘দ্যা ফার্স্ট নাইট অব টার্নিং ১৮’ এর আগে পর্তুগিজ চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্য পুরস্কার জিতে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।