রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘স্পটেড ইয়েলো’ যুক্তরাষ্ট্রের পাম স্প্রিংস ফিল্ম ফেস্টে

পোস্ট হয়েছে: জুন ৮, ২০২১ 

news-image

ইরানের বারাম সারমাদ পরিচালিত ‘স্পটেড ইয়েলো’ চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রের পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হবে। ক্যালিফোর্নিয়ায় ২৭তম এ চলচ্চিত্র উৎসবটি শুরু হচ্ছে ২২ জুন আর তা চলবে ২৮ জুন পর্যন্ত। রোইয়া নামে এক তরুণী যার মুখে হলুদ রংয়ের একটি স্পট পাওয়া যায় এবং এ নিয়ে চলচ্চিত্রের কাহিনী গড়ে উঠেছে। এক পর্যায়ে তরুণীর স্বাভাবিক জীবনে ধীরে ধীরে পরিবর্তন শুরু হয়। এ চলচ্চিত্রটি এর আগে আটলান্টা ফিল্ম ফেস্টিভাল ও স্কটল্যান্ডের গ্লাসগো শর্ট ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয়। মেহর