সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

স্থাপত্য ঐতিহ্যের তালিকায় যুক্ত হল রাশত মসজিদ

পোস্ট হয়েছে: মে ১৯, ২০২২ 

news-image
সম্প্রতি সমসাময়িক স্থাপত্য ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়েছে ইরানের উত্তরের শহর রাশতের ইমাম খোমেনি মসজিদ। বার্তা সংস্থা ইরনা শনিবার এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাশত মুসাল্লা নামে পরিচিত স্মৃতিস্তম্ভটি বিশেষ বৈশিষ্ট্যের পাশাপাশি গিলান প্রদেশের আদিবাসী স্থাপত্য নিদর্শন হওয়ার কারণে মর্যাদাপূর্ণ এই তালিকায় নিবন্ধন লাভ করেছে।
প্রাদেশিক পর্যটন প্রধান ভ্যালি জাহানি বলেছেন, মসজিদটির কার্যাবলির যথেষ্ঠ গুরুত্ব রয়েছে। এতে রয়েছে নানা সুযোগ সুবিধা। পাশাপাশি গিলানের জনগণের সংস্কৃতির মধ্যে বিশেষ স্থান থাকায় মসজিটি সম্ভাব্য দ্রুত সময়ে জাতীয় ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
 সূত্র: তেহরান টাইমস।