স্থলযুদ্ধ সরঞ্জাম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ইরান
পোস্ট হয়েছে: এপ্রিল ১৯, ২০২২
ইরান ড্রোন ব্যবহারের ক্ষেত্রে বিশ্বে খুব ভাল অবস্থানে রয়েছে এবং দেশটির সেনাবাহিনী এমএভি ও ইলেকট্রনিক যুদ্ধের ক্ষেত্রেও ভাল সাফল্য অর্জন করেছে। ইরানের সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির নোজার নেমাতি এই তথ্য জানান।
১৮ এপ্রিল জাতীয় সেনা দিবস উপলক্ষে ইরানি সেনাবাহিনীর স্থল বাহিনীর ডেপুটি কমান্ডার বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সিকে এক সাক্ষাতকারের বিভিন্ন ক্ষেত্রে ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের সাফল্যগুলো তুরে ধরেন। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই একটি আপডেট সংস্থা থাকতে হবে। সেই কারণে সাম্প্রতিক বছরগুলিতে আমরা দ্রুত প্রতিক্রিয়া ইউনিট, আক্রমণাত্মক গতিশীলতা ইউনিট, যান্ত্রিক আক্রমণাত্মক ইউনিট এবং স্থল যুদ্ধের ক্ষেত্রে প্রয়োজনীয় সব সরঞ্জাম তৈরি করেছি। সৌভাগ্যবশত, আমরা এই সবগুলিই দেশীয়ভাবে অর্জন করেছি এবং এটি একটি দুর্দান্ত সাফল্য। জেনারেল নেমাতি আরও বলেন, ‘আজ, সেনাবাহিনী খুব শক্তিশালী ইলেকট্রনিক যুদ্ধ এবং বিভিন্ন মিশনের জন্য উপযুক্ত ইউএভি দিয়ে সুসজ্জিত। সূত্র: মেহর নিউজ।