শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

স্কোপাস-এ ইরানি নিবন্ধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২২ 

news-image

গত এক বছরে ইরানি গবেষকদের প্রকাশিত ১৮টি নিবন্ধ স্কোপাস ইন্টারন্যাশনাল সিটেশন ডাটাবেজে উদ্ধৃত করা হয়েছে। যেখানে গত ৪০ বছরে স্কোপাস-এ মোট ১০১টি ইরানি নিবন্ধ উদ্ধৃত করা হয়। অর্থাৎ বিগত ৩৯ বছরের তুলনায় গেল বছর ইরানি নিবন্ধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।ইরানের বিজ্ঞান উপমন্ত্রী পেইমান সালেহি বলেছেন, আন্তর্জাতিক উদ্ধৃতি সূচকের মধ্যে রয়েছে ওয়েব অব সায়েন্স, থমসন রয়টার্স জার্নাল সিটেশন রিপোর্ট, ওয়েব অব নলেজ এবং স্কোপাস। খবর বার্তা সংস্থা আইআরএনএ’র।জুলাই মাসে সালেহি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানি বিজ্ঞানীদের আন্তর্জাতিক কার্যকলাপ বছরে বছরে বৃদ্ধি পেয়েছে। স্কোপাসের ৩৫ শতাংশেরও বেশি ইরানি নিবন্ধ বহু-জাতীয় প্রকল্প হয়েছে।২০২১ সালে ইরানি বিজ্ঞানীরা স্কোপাস ডাটাবেজে ৭৭ হাজারের বেশি বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশ করেন। এতে ইরান বিজ্ঞান উৎপাদনে ১৫তম স্থান লাভ করে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।