শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

সৌদি উৎসবে দেখানো হবে ৩ ইরানি চলচ্চিত্র

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৫, ২০২১ 

news-image

সৌদি আরবে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রথম আসরে ইরানের দুটি ফিচার ও একটি প্রামাণ্য চলচ্চিত্র দেখানো হবে। সৌদি আরব সিনেমার উপর ৩৫ বছরের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চার বছর পর প্রথম আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের প্রথম সংস্করণ জেদ্দায় ৬ থেকে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।পানাহি পরিচালিত ইরানি ফিচার চলচ্চিত্র ‘হিট দ্য রোড’  উৎসবের প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে। আসগর ফারহাদি পরিচালিত অপর ইরানি ফিচার ছবি ‘অ্যা হিরো’ এবং ফিরোজেহ খোসরাভানির ডকুমেন্টারি ফিল্ম ‘রেডিওগ্রাফ অফ অ্যা ফ্যামিলি’  প্রদর্শন করা হবে উৎসবের ফেভারিট বিভাগ। সূত্র: ইসনা।