সৌদি আরবের রেড সি উৎসবে ইরানের সাত চলচ্চিত্র
পোস্ট হয়েছে: নভেম্বর ২৩, ২০২৩
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য তৃতীয় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে মোট সাতটি ইরানি প্রযোজনা অংশ নেবে। ৩০ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক এই উৎসব অনুষ্ঠিত হবে।
তিনটি ফিচার ফিল্ম, দুটি শর্ট ফিল্ম, একটি অ্যানিমেশন এবং একটি সিরিজ ইরান থেকে উৎসবে প্রদর্শনের তালিকায় রয়েছে। খবর ইসনার
পারভিজ শাহবাজীর রচনা ও পরিচালনায় ‘রোকসানা’ মূল প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধিত্ব করবে। এক তরুণ জুয়াড়ির গল্প নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। সে একটি প্রতিভাবান মেয়ে শিল্পীর সাথে একটি অপ্রত্যাশিত রোম্যান্স খুঁজে পায়। জীবনকে ঘুরিয়ে দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়। আরও ভাল, আরও দরকারী ব্যক্তি হওয়ার চেষ্টা করে সে।
মাহসা আকবরাবাদী, ইয়াসনা মিরতাহমাসব, মায়েদেহ তাহমাসবি, বেহরাং আলাভি, রামবোদ মোতালেবি, নিলুফার কুখানি এবং শাহরাম আবদোলি ছবিটিতে অভিনয় করেছেন। সূত্র: তেহরান টাইমস