শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

সৌদির আল হিলালকে হারাল ইরানের ইসতেগলাল

পোস্ট হয়েছে: এপ্রিল ১৯, ২০২১ 

news-image

সৌদি আরবের আল হিলালকে ৫-২ গোলে হারাল ইরানের ইসতেগলাল ফুটবল দল। শুক্রবার ভোরে জেদ্দায় দুদেশের ওই দুই ফুটবল দলের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচে সৌদি আরবের আল হিলালকে তাদের মাটিতে ৫-২ গোলে পরাজিত করে ইসতেগলাল ফুটবল দল।

ইরান পেশাদার লিগের র‌্যাঙ্কিংয়ে ইসতেগলাল এখন তৃতীয় স্থানে রয়েছে। প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে পারসেপোলিস ও সেপাহান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।