শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

সৌদিতে ইসলামি বিশ্বের পরিবেশ পুরস্কার জিতলেন ইরানি নারী

পোস্ট হয়েছে: অক্টোবর ২৩, ২০২৩ 

news-image

ইসলামি বিশ্বের পরিবেশ ব্যবস্থাপনায় অবদানের জন্য সৌদি আরবে কিংডম পুরস্কার (কেএসএএইএম) জিতেছেন ইরানি নারী বিজ্ঞানী লোবাত তাগাভি। তিনি কেএসএএইএম এর গবেষণা, অর্জন এবং সফল অনুশীলন বিভাগে দ্বিতীয় পুরস্কার জিতেছেন।

‘ওমেনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ, অ্যাচিভমেন্টস অ্যান্ড সাকসেসফুল প্র্যাকটিসিস’ শীর্ষক এই বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন সৌদি আরবের ডঃ হানান আল-মাহাশির এবং দ্বিতীয় স্থান অর্জন করেন ইরানি ডঃ লোবাত তাগাভি।

ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসিইএসসিও) এর পৃষ্ঠপোষকতায় এবং সৌদি আরবের আয়োজনে ইসলামিক বিশ্বের পরিবেশ মন্ত্রীদের ৯ম সম্মেলনে মুসলিম বিশ্বে পরিবেশ ব্যবস্থাপনায় অবদানের জন্য ১৮টি দেশের ২২ জন বিজয়ী কেএসএএইএম পুরস্কার পেয়েছেন। সূত্র: তেহরান টাইমস